** মন্ত্রণালয়/বিভাগের মূখ্য হিসাবরক্ষণ কর্মকর্তা(সচিব) প্রিন্সিপাল এ্যাডভাইজারের দায়িত্ব পালন।
** অন-লাইনে বেতন ও পেনশন নির্ধারন।
** অন-লাইনে নিরীক্ষাধীন অফিস সমূহের কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতার বিল পাশ।
** কর্মকর্তা ও কর্মচারীদের জিপিএফ অগ্রিম/চুড়ান্ত পরিশোধ,বিভিন্ন ঋণ, পেনশন ও আনুতোষিক পরিশোধ।
** গ্রান্টস্-ইন-এইড ও প্রকল্পের ছাড়কৃত অর্থের অর্থরিটি সংশিষ্ট ডিসিএ/ডিএও/ইউএও অফিসে প্রেরণ।
** প্রাপ্তি এবং পরিচালন বাজেটর বিপরীতে ব্যয়ের হিসাব সংরক্ষন এবং তার ভিত্তিতে মাসিক হিসাব প্রনয়ন।
** উপযোজন হিসাব প্রণয়ন পূর্বক প্রিন্সিপাল একাউন্টং অফিসের এর স্বাক্ষর করতঃ নিরীক্ষা প্রত্যয়নের জন্য সিএন্ডএজি’র বরাবর উপস্থাপন।
** বাজেট ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন।
** নিরীক্ষাধীন দপ্তরের হিসাবের সাথে সিএও অফিসের হিসাবের সঙ্গতিসাধন।
** সিভিল অডিট কর্তৃক উত্থাপিত অডিট আপত্তি নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ।
** জরুরী প্রয়োজনে ডিজিটাল সেবা তথা ই-মেলই,ওয়েবসাই ইত্যাদি মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগনের সাথে যোগাযোগ করা।
** যে কোন অভিযোগের ক্ষেত্রে অভিযোগ দাখিল নিশ্চিত করা।
বিভিন্ন সেবা প্রদানের সময়সীমাঃ-
ক্রমিক নং | সেবা | সেবা গ্রহনকারী | সেবা প্রদানের সম্বব্য সময়সীমা |
০১ | বেতন বিল নিষ্পত্তি (২৫ তারিখের মধ্যে দাখিল সাপেক্ষে) | কর্মকর্তা/কর্মচারী | পরবর্তী মাসের ১ম কর্মদিবসের মধ্যে। |
০২ | জিপিএফ অগ্রিম/চুড়ান্ত পরিশোধ গৃহনির্মান সহ অন্যান্য ও ভ্রমন ভাতা বির নিষ্পত্তি | কর্মকর্তা/কর্মচারী | প্রপ্তির তারিখ হতে ০৩ কর্ম দিবসের মধ্যে |
০৩ | জিপিএফ ব্যারেন্স স্থানান্তর ও পে স্লিপ ইস্যু | কর্মকর্তা/কর্মচারী | ০৭ কর্ম দিবসের মধ্যে |
০৪ | অনুদান,ঋণ ও অগ্রিম এবং বিভিন্ন আর্থিক মঞ্জুরী পত্রের বিপরীতে অর্ধরিটি ইস্যু | কর্মকর্তা/কর্মচারী ও ডিডিও | ০৭ কর্ম দিবসের মধ্যে |
০৫ | সরবরাহ-সেবা মেরামত ও সংরক্ষন , সম্পদ সংগ্রহ ইত্যাদি খাতসহ উন্নয়ন খাতের বিল নিষ্পত্তি | ডিডিও ঠিকাদার | ০৭ কর্ম দিবসের মধ্যে |
০৬ | বেতন নির্ধারন,সার্ভিস বহি ও পেনশন নিষ্পত্তি | কর্মকর্তা/কর্মচারী | ১০ কর্ম দিবসের মধ্যে |
০৭ | জিপিএফ একাউন্টস স্লিপ ইস্যু | কর্মকর্তা/কর্মচারী | ১লা জুলাই হতে ৩০শে সেপ্টম্বরের মধ্যে |